নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামে ২৭নং রাস্তার মাথা বাজারে ভয়াবহ আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি- আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার সময় হঠাৎ আবুল খায়েরের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আটটি দোকানে আগুন জড়িয়ে পড়ে। মুহূর্তেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। ভোরে ক্ষয় ক্ষতি দেখে ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। ক্ষতি কাটিয়ে উঠতে তারা স্থানীয় প্রশাসন ও এমপি'র সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে চরজব্বর থানার (ওসি) নিজাম উদ্দিনের সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ