বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উজিরপুর-গুঠিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, সন্ধ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ শরীরে পঁচন ধরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। লাশটি গত ৩/৪ দিন ধরে নদীর পানিতে ভাসছিলো বলে ধারণা করছেন ওসি। ময়না তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ওসি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ