রংপুরের কাউনিয়ায় তিস্তার শাখা মানস নদীতে শাপলা তুলতে গিয়ে শাহানাজ পারভিন (৯) ও রেজাউল করিম (৬) নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত শাহানাজ ও রেজাউল সম্পর্কে খালা ভাগ্নে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার শহীদবাগ সাধু গ্রামে এ ঘটনা ঘটে।
শাহানাজ পারভিন সাধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও রেজাউল করিম একই স্কুলের শিশু শ্রেণির ছাত্র।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম বলেন, শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের সামছুল ইসলামের শিশু মেয়ে শাহানাজ পারভিন ও একই গ্রামের রেজাউলের ছেলে রেজাউল করিম (৬) মঙ্গলবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে বাড়িতে আসে। বিকেল ৪টার দিকে শাহানাজ ও রেজাউল তিস্তার শাখা মানস নদীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে তাদের পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন শিশু দুইটির মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ