টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের নন্দিপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ জাহিদুলের এক বান্ধবীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ জাহিদুলের বাড়ি পৌর এলাকার কলেজপাড়া বলে জানা গেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, কয়েকজন বন্ধু ও বান্ধবী মিলে বিকেলে তারা নৌকা ভ্রমণে বের হন। ধলেশ্বরী নদীতে ভ্রমণের এক পর্যায়ে নৌকাটি নন্দিপাড়া এলাকায় পৌঁছালে জাহিদুল ও তার এক বান্ধবী নৌকা থেকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করতে পারলেও জাহিদুল নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, নিখোঁজ হওয়া যুবককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা এসে উদ্ধার কাজ চালাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ