দিনাজপুরের চিরিরবন্দরে বিদেশ যাওয়ার জন্য টাকা দেওয়ার পরও বিদেশ যেতে ব্যর্থ হওয়ায় মনের দুঃখে শেফাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি বাড়ির পাশে স্কুলের বারান্দায় বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে এলাকাবাসী ও তার পরিবার।
এ আত্মহত্যার ঘটনাটি বুধবার ভোরে চিরিরবন্দর উপজেলার ইউসুবপুর ইউনিয়নের ইয়াকুবপুর (কালোপুর) গ্রামের হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ঘটে।
৩ সন্তানের জনক শেফাল চন্দ্র রায় (৪০) চিরিরবন্দরের ইয়াকুবপুর (কালোপুর) গ্রামের সুরেন্দ্র নাথ রায়ের ছেলে।
মৃতের স্ত্রী ভানু বালা সাংবাদিকদের জানায়, শেফাল চন্দ্র রায় ভোরবেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। লোকমুখে সকাল ৮টায় তার মৃত্যুর খবর পাই।
হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জানান, সকাল সাড়ে ৮টায় এ সংবাদ পেয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান স্যারকে বিষয়টি অবহিত করেছি।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে কারো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন