সিদ্ধিরগঞ্জে ফখরুল ইসলাম (৬) নামের এক শিশু পাওয়া গেছে। বর্তমানে ঐ শিশু সিদ্ধিরগঞ্জ গোদনাইল সরকারী আশ্রয় কেন্দ্রে রয়েছে।
তার বাবার নাম সোহরাপ মিয়া বলতে পারে। কিন্তু সে তার ঠিকানা বলতে পারেনা। তার বাসার ঠিকানা জনাতে চাইলে, সে শুধু পাক্কার মাথা বলতে পারে।
শিশু ফখরুল ইসলামকে গত ১৫ আগষ্ট মৌচাক এলাকায় এক নারী শিশুটিকে পেয়ে প্রথমে তার বাড়িতে রাখে। পরে দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। পরে পুলিশ শিশুটিকে বুধবার বিকালে গোদনাইল সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) সুমনা পারভীন জানান, এ বিষয়ে একটি জিডি করে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন