জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উরফি বাজার মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উরফি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোঃ দুলু, বিশেষ অতিথি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, মোজাফ্ফর এইচ নান্নু, আমিনুল হাসান শাহীন, সফিকুল আলম স্বপন, শেখ জামিল সরোয়ার, রিয়াজুল ইসলাম প্রিন্স, সুমন খান রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় রেজিস্টার প্রফেসর ডক্টর নূরউদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ডক্টর আব্দুর রহিম খান, কৃষি বিজ্ঞান অনুষদের ডীন আব্দুস সাত্তার, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হায়দার হোসেন, কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হীরা, কর্মচারী কবিতা হক, শিক্ষার্থী আবু তাহের, বাবুল সিকদার, শুভ হালদার প্রমূখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন