আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকের দল ভেবেছিল, বাংলাদেশে মুজিবের নাম-নিশানা মুছে যাবে। কিন্তু যতই দিন যাচ্ছে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে ও বিশ্বের বুকে ততই উজ্জ্বল হচ্ছে। তিনি বলেন, ঘাতকের দল শুধু বঙ্গবন্ধুকে হত্যাই করেনি, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। বঙ্গবন্ধুর নামটা নিষিদ্ধ করা হয়েছিল। কোথায়ও নাম নেওয়া যেত না। কিন্তু যারাই নিষিদ্ধ করতে চেয়েছিলেন, তারাই নিষিদ্ধ হয়েছেন। কাজেই তাদের ষড়যন্ত্র সফল হয়নি। শেখ মুজিবের অপর নাম বাংলাদেশ। তিনি শেখ হাসিনার যেমন পিতা, বাংলাদেশেরও তেমনি বাংলাদেশেরও পিতা।
বুধবার জেলার নড়িয়া উপজেলা যুবলীগ-ছাত্রলীগের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভায় এনামুল হক শামীম এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরিয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা যুবলীগের জাহাঙ্গীর আলম, নূহ মাতবর, জেলা ছাত্রলীগের মহসিন মাতবর, নড়িয়া উপজেলা যুবলীগের জামাল ফকির, বাদল চকিদার, সখিপুর ছাত্রলীগের পলাশ সরদার প্রমুখ।
পরে উপজেলার তারাবনিয়ায় বন্যাদুর্গত ও নদী ভাঙন এলাকায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম। এসময় তার সঙ্গে চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুচ সরকার, আবুল হাসেম দেওয়ান, মানিক সরদার, মোজাম্মেল হক মোল্লা, জসিম মাতবর, ইউনুচ মোল্লা, টুকু বেপারি, দোলোয়ার মাঝি, কাওছার আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৬/ আফরোজ