নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর পর্যটন এলাকায় যাত্রীবাহী নৌকা ডুবিতে কামরুন নেছা ফেন্সী(১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাবিতা(১৩) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। তাদের দু'জনেরই বাড়ি চর ফকিরা ইউনিয়নে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে পর্যটন এলাকা মুছাপুর ক্লোজারের পাশে বেড়াতে আসা অন্তত ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ছোট ফেনী নদীতে ডুবে যায়। ঘটনার পর পরই স্থানীয় লোকজন কামরুন নেছা ফেন্সীর মরদেহ উদ্ধার করে। সে চর ফকিরা ইউনিয়নের বিজয় নগর গ্রামের মো: জাহিদের স্ত্রী।
পরে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ। ঘটনার পর থেকে রাবিতা নামে এক শিশু নিখোঁজ রয়েছে। সে চর ফকিরার সৈয়দ আজর আলী হাফিজিয়া মাদ্রসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাকী যাত্রীদের সবাই জীবিত উদ্ধার হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন