বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে ২টি ফিশিং ট্রলার ডুবে ১৬ জন জেলে নিখোঁজ রয়েছে। বৈরী আবহওয়ার মধ্যেও মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা নিখোঁজ জেলেদের উদ্ধারে বিকেল থেকেই অভিযান শুরু করেছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
ঝড়ো হাওয়া ও অবিরাম বৃষ্টিপাতের মধ্যে মংলা বন্দরে জাহাজে পন্য বোঝাই ও খালাসের কাজ দারুর ভাবে ব্যাহত হচ্ছে। এদিকে দিনভর বাগেরহাটেও বইছে ঝড়ো হাওয়া। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের মধ্যে জেলার উপকূলীয় নিম্নাঞ্চল ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে।
উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বুধবার বিকেলে সুন্দরবন উপকূলের আলোরকোল এলাকায় ২টি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ফিশিং ট্রলার দুটির ১৬ জন নিখোঁজ জেলেদের উদ্ধারে ঘটনার পরপরই মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের দূবলা ষ্টেশনের সদস্যরা অভিযান শুরু করেছে। উত্তাল সাগরে টিকতে না পেরে ইতিমধ্যে কয়েক শত ফিশিং ট্রলার সুন্দরবনের ছোট-ছোট খাল ও উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে অশ্রয় নিয়েছে।
পাথরঘাটা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল মান্নান সুন্দরবন উপকূলের আলোরকোল ডুবে যাওয়া এফবি ভাইবোনসহ ফিশিং ট্রলার ২টি তাদের এলাকার বলে দাবি করেছেন।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদ জানান, সুন্দরবনের আলোরকোর উপকূলে ঝড়ের কবলে পড়ে এফবি ভাইবোনসহ ২টি ফিশিং ট্রলার ডুবির খবর পওয়ার সাথে-সাথে বৈরী আবহওয়ার মধ্যে দূবলা ষ্টেশনের কেস্টগার্ড সদস্যরা অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন