দিনাজপুরের হাকিমপুর সীমান্ত ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ডগুলি উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ১০টায় পাঁচবিবির আটাপাড়া রেলগেটে হিলি-জয়পুরহাটগামী একটি বাস তল্লাশি করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ভীমপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া জয়পুরহাটগামী একটি বাসে অস্ত্র-গুলি পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে বিজিবি সদস্যদের নিয়ে আটাপাড়া রেলগেটে অবস্থান নেয়। বাসটি কাছাকাছি এলে থামিয়ে তল্লাশি চালিয়ে বাসের সিটের উপরে বাংকার থেকে পরিত্যাক্ত অবস্থায় জাপানের তৈরি ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ আগস্ট, ২০১৬/ আফরোজ