লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ডুবে মো. মাসুম (২৬) ও মো. হাসান মাহমুদ (২২) নামের দুই ভাই নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার মধ্য রাতে ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে মাছধরা নৌকা ডুবে ওই দুই ভাই নিখোঁজ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কমলনগর থানায় বুধবার রাত ১২টায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানায় পুলিশ।
নিখোঁজ দুই ভাই উপজেলার চর ফলকন গ্রামের হানিফ মাঝির ছেলে। তাদের মধ্যে হাসান মাহমুদ লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তারা দুই ভাইসহ পাঁচ জেলে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকার করতে যান। রাত আড়াইটার দিকে মাছ ধরার সময় হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। এসময় বাকি তিনজন সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও তারা দুই ভাই নিখোঁজ হন। উপকূলীয় এলাকাসহ নদীর বিভিন্ন পয়েন্টে মাইকিং ও খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই সহোদর ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় বুধবার রাতে স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব