কুমিল্লার চৌদ্দগ্রামে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে আবদুল হান্নান পিন্টু(৩৫) নামের এক ব্যক্তি। তাকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। পিন্টু উপজেলার চিওড়া ইউনিয়নের কাপড়চতলী গ্রামের মৃত ফজলের রহমানের পুত্র। বৃহস্পতিবার দুপুরে তাকে চুরির মামলায় আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
জানা গেছে, চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের পেয়ার আহমদের ছেলে মানিক মিয়ার ঘরে বুধবার রাতে চুরি করতে যায় আবদুল হান্নান পিন্টু। ঘরের লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ