টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব-১২। রবিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে যমুনা নদীর তীরবর্তী গোবিন্দাসী হাটের কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতদলের কাছ থেকে দুইটি এলজি, ছয় রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি ও একটি ছোঁরা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, উপজেলার রামাইদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ডাকাত সর্দার বেল্লাল (৪০), কালিহাতী উপজেলার পাথাইলকান্দি গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে সালাম ডাকাত (৪৫), মির্জাপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মোয়াজ্জেম (৩৮), ঘাটাইল উপজেলার সদরের আব্দুল বারেক (৪৮) ও একই উপজেলার মির্জাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে দোলন মৃধা (২৫)।
টাঙ্গাইল র্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিপিএম জানান, উপজেলার গোবিন্দাসী গরুর হাট থেকে ছেড়ে যাওয়া নৌকায় যমুনা নদীর মাঝে ডাকাতি হতে পারে এমন তথ্যের ভিক্তিতে যমুনা নদীতে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে নৌকা ও অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি এলজি, ছয় রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি ও একটি ছোঁরা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ডাকাত সর্দার বেল্লালের বিরুদ্ধে টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জে তিনটি হত্যা, সাতটি ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ