নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়নের চারটি গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৩০টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া আরও বেশ কিছু গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে আকস্মিকভাবে চড়ুইকোল, খাসখামার, দাইড়পাড়া ও উপলশহর গ্রামের উপর দিয়ে ঘূর্ণিঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় চারটি গ্রামের কমপক্ষে ৩০টি বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। এসব বাড়ির বেশ কিছু ঘরের চাল বাতাসের দমকা হওয়ায় উড়ে যায়। এছাড়া আরও বেশ কিছু বড় গাছপালা ভেঙে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় ঝড়ের পর থেকেই ক্ষতিগ্রস্থ এলাকাসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। উপজেলার নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, ঝড়ে বেশ কিছু এলাকার ক্ষতি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে হতাহতের কোন খবর শোনা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ