নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২জন।
আজ রবিবার রাত আটটার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম মাদ্রাসা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খামার গাড়াগ্রাম এলাকার জাভেদ আলীর ছেলে সাজেদুল ইসলাম(২৪) ও কফিল উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম(৩৪)।
আহতরা হলেন আবু হাসান সিরাজ ওরফে বিপ্লব, তার স্ত্রী বাচ্ছাই, প্রতিবেশী মোসাব আলী, রেজাউল করিম, নাইম ইসলাম, তাহেরা বেগম, রতনা বেগম, জহুরা বেগম, সাজু মিয়া, রশিদুল ইসলাম, তহদ্দি মামুদ ও মানিক হোসেন।
আহতদের মধ্যে আবু হাসান, মোসাব আলী, রেজাউল করিম, নাইম ইসলাম, তাহেরা বেগম ও রতনা বেগমের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আটটার দিকে আবু হাসানের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে আহত হন হাসান ও তার স্ত্রী বাচ্ছাই। তাদের দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন বাকিরা। ঘটনাস্থলে সাজেদুল এবং রংপুর নেওয়ার পথে মারা যান তারিকুল।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ