গাইবান্ধা শহরের ডিবি রোডে ১ নং রেলগেট এলাকায় আজ সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকে বিদ্যুৎ না থাকায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়নি। তবে ধারণা করা হচ্ছে একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মোটরসাইকেল, খুচরা যন্ত্রাংশ, মনিহারী, খাবার হোটেল, লন্ড্রীসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ১৩ টি দোকান ঘর পুড়ে যায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিস জানায়, গাইবান্ধা ও গোবিন্দগঞ্জের দুটি ইউনিটের দু'ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ বা ক্ষয়ক্ষতির কোন হিসাব তারা জানাতে পারেননি।
ব্যবসায়িরা জানান, কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে তারাও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট অংক আন্দাজ করতে পারছেন না। গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-১৪