সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার ২৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে সদর থানায় ১৩ জন, কলারোয়ায় ৩ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-১৫