নোয়াখালীর চাটখিল উপজেলার সন্ত্রাসী শরীফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ই্য়াসিন হাজীর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
চাটখিল থানার এস আই এমদাদ জানায়, শরীফ একজন সন্ত্রাসী। সে ওয়ান্টেভুক্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াসিন হাজীর বাজার থেকে তাকে রোববার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-১৯