কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত যশোদল ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ' মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্ত বখাটে সুমনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, যুবলীগ নেতা সেকান্দর আলী, আল আমীন প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার বিকালে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে যশোদল বাজারের পাশে স্থানীয় বখাটে সুমনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে সদর মডেল থানায় অভিযোগ দিলেও বখাটেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-২১