জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জ জেলাকে বিভাগ ঘোষণা করার দাবিতে গোপালগঞ্জ পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় পৌরসভার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
পৌর মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, কমিউনিষ্ট পার্টির সভাপতি অধ্যক্ষ্য মো: আবু হোসেন, জেলা জাসদ সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা যুবলীগ সভাপতি জিএম শাহাবুদ্দিন আজম, এ্যাড. এস এম মুনির হিটলার প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জ বিভাগের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য আগামী ৩০ আগস্ট সভা আহবান করা হয়।
পৌর-মেয়র কাজী কাজী লিয়াকত আলী বলেন গোপালগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এখানে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। টুঙ্গীপাড়ায় ঘুমিয়ে আছেন জাতির জনক। রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে গোপালগঞ্জ অবহেলিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে গোপালগঞ্জ জেলায় ব্যাপক উন্নয়ন মুলক কাজ হয়েছে এবং হচ্ছে। এ কারণে গোপালগঞ্জ বাসীর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি জাতির জনকের প্রতি সম্মান দেখিয়ে গোপালগঞ্জ জেলাকে অবিলম্বে বিভাগ ঘোষণা করা হোক
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন