মুন্সীগঞ্জে জলাসয়ে ৭ মন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় শহরের উত্তর ইসলামপুরের ফরাজীবাড়ী ঘাট এলাকার কালিদাস নদীতে পোনা অবমুক্ত করা হয়।
রাজস্ব খাতের আয়োজনে ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডঃ মৃণাল কান্তি দাস।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকতা ড. মোঃ অলিউর রহমান, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আলমাহমুদ বাবু, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নং কাউন্সিলর জাকির হোসেন, ৩ নং কাউন্সিলর মুকবুল হোসেনসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন