জামালপুরের মাদারগঞ্জে গণধর্ষনের শিকার হয়েছে এক প্রতিবন্ধী যুবতী(২০)।
স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১টা পর চরনগর এলাকার এক দরিদ্র দিনমজুরের মানসিক প্রতিবন্ধী মেয়ে(২০)কে ফুসলিয়ে মিতালীবাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে এলাকার কাফি, রহিম, সুবল, মাঞ্জু মিয়া ও সুমন গণধর্ষণ করে। অসুস্থ অবস্থায় বিকেলের দিকে মেয়েটিকে রেখে যুবকরা দৌঁড়ে পালানোর সময় এলাকাবাসী যুবকদের দেখে ফেলে। তারা পুলিশে খবর দিলে পুলিশ পরিত্যক্ত ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে। তবে ধর্ষকদের আটক করতে পারেনি পুলিশ।
মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুণ জানিয়েছেন, এঘটনায় ডাক্তারী পরীক্ষা ও মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন