পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জামিউল হকের (রজু মাস্টার) বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার ওই শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে অবিভাবক এবং এলাকাবাসী বিদ্যালয়ে তালা লাগিয়ে দেয়। তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘন্টা ভাওলাগঞ্জ-দেবীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
এ দিকে অবিভাবকদের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও শাস্তির দাবির প্রেক্ষিতে বুধবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী অধিবেশনে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার