মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। আবহাওয়া সামান্য বৈরী হওয়ার কারণে লঞ্চের চেয়ে ফেরিতে যাত্রীদের চাপ বেড়ে গেছে।
কাওড়াকান্দি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার রুহুল অমিন জানান, মঙ্গলবার যাত্রীদের চাপ বেড়েছে। তবে ৩/৪দিন যাবৎ কাওড়াকান্দি ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাকও আটকে রয়েছে। এ কারণে ট্রাকের যানজটের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, অনেকেই দৌলতদিয়া-আরিচা ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করছেন। কাওড়ান্দি ঘাটের ৩টি ঘাটই সচল রয়েছে। এই রুটে ৮৭টি লঞ্চ ৩ শতাধিক স্পিডবোট ও ১৬টি ফেরি চলাচল করছে।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব