রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধনতোলা গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর-কনে দুই পক্ষের বাড়িতেই তালা ঝুলিয়েছে প্রশাসন।
এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ধনতোলা গ্রামে হামিদ আলী তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে শফিকুল ইসলাম নিরাশার সাথে একই গ্রামের জমিয়াল হকের মেয়ে জবা খাতুনের বিয়ের আয়োজন করেন। জবা ৫ম শ্রেণির শিক্ষার্থী।
বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন তালুকদার ঘটনাস্থলে হাজির হন। কিন্তু তার আগমনের খবর টের পেয়ে দুই পক্ষই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে বর-কনে দুই পক্ষের বাড়িতেই তালা লাগিয়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা