মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রাতুল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের উপকণ্ঠ মীরেশ্বরাই এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার মো. রফিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিজ বাড়ির ছাদে পানির ট্যাংকি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু রাতুল। এরপর তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল