আশুলিয়ায় একহাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক উজ্জ্বল আশুলিয়ার কবিরপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে একহাজার ৬০০ পিস ইয়াবাসহ উজ্জ্বলকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ