বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গির বিসিক এলাকায় এ বিক্ষোভ করেন শ্রমিকরা।
জানা যায়, স্টাফদের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শ্রমিকদের চলতি মাসের বেতনসহ বিভিন্ন পাওনা না দিয়ে কর্তৃপক্ষের স্বাক্ষর বিহীন একটি বন্ধের নোটিশ টানিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া গেইটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পরে আজ সকালে শ্রমিকরা কর্মস্থলে গেলে কারখানার ফটকে তালা দেখতে পান। এসময় বেতন ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানা ফটকের সামনেই বিক্ষোভ শুরু করে।
বিডি প্রতিদিন/হিমেল