টাঙ্গাইলের মির্জাপুরে ৮ম শ্রেণির এক ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা পাঁচ দিন অনশন করার পর বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার ৯নং বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
প্রেমিক আবু রায়হান (২২) মুন্দিরাপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। আর আত্মহত্যাকারী তানিয়া (১৪) একই উপজেলার বাঁশতৈল নয়াপাড়া পাঁচগাঁও গ্রামের কাতার প্রবাসী নজরুল ইসলামের কন্যা। সে বাঁশতৈল নয়াপাড়া হাজী ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, আবু রায়হান ও তানিয়ার মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় রায়হান বিয়ে নিয়ে গড়িমসি শুরু করলে বিয়ের দাবিতে তানিয়া রায়হানের বাড়িতে গিয়ে আমরণ অনশন শুরু করে। ঘটনা টের পেয়েই প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যায়। মৃত্যুর আগে তানিয়া সাংবাদিকদের বলেছিল, আমার সব শেষ হয়েছে শুধু রায়হানের কারণে। এখন সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ