সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত চার শ্রমিকের মধ্যে ৩ জনের মরদেহ নাটোরে পৌঁছেছে। বুধবার সকালে নাটোরের নলডাঙার খাজুরা গ্রামে মরদেহগুলো নিয়ে যাওয়া হয়।
এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে গ্রামের আকাশ-বাতাস। এর আগে মঙ্গলবার বিকেলে সৌদি আরবের একটি বিমানে ৩ বাংলাদেশির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
উল্লেখ্য, গত ১০ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নলডাঙা উপজেলার খাজুরা গ্রামের শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন, আব্দুল ওহেদ ওরফে ওয়াসিম, আমিনুল ইসলাম এবং জামাল হোসেন মোল্লা নিহত হয়।
বিডি প্রতিদিন/হিমেল