হাওরাঞ্চলের রাজধানী খ্যাত খালিয়াজুারীতে বৃহত্তর হাওড় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। আজ বেলা ১২ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে হাওড় ক্ষেতমুজুর আন্দোলন সমন্বয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির আহবায়ক নলিনী কান্ত সরকার জানান, ক্ষেত মুজুরদের স্বার্থ সংরক্ষনে বিভিন্ন দাবী নিয়ে আগামীকাল বৃহস্পতিবার খালিয়াজুরী মাঠে বিকালে হাওড় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ নেত্রকোনা ও ব্রাহ্মনবাড়িয়ার ৪৮টি উপজেলার ৪২৩টি হাওড়ের ক্ষেত মুজুররা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অর্নব সরকার বাপ্পী, জেলা কমিটির সম্পাদক হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র সরকার।
বিডি প্রতিদিন/হিমেল