কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার হওয়া জাহিদুল হক তানিম ও আনোয়ার হোসেনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তাদের জামিন না মঞ্জুর করা হলো।
জাহিদুল হক তানিম কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তার চান মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জের হাকিম উদ্দিনের ছেলে। শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তানিমকে গ্রেফতার করে। নিহত জঙ্গি শফিউলের আশ্রয় দেয়ার অপরাধে আনোয়ার হোসেনকে গাইবান্ধা থেকে র্যাবের একটি দল গ্রেফতার করে।
গত ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহের পাশে দায়িত্বরত জহিরুল ইসলাম ও আনসারুল হক নামে দুই পুলিশকে হত্যা করা হয়। ওইসময় নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক।
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা