বগুড়ার ধুনট উপজেলার মাধবডাঙ্গা গ্রাম এখন পাখির কিচিরমিচিরে মুখরিত। এই গ্রামের বাসিন্দা ভুটান সরকারের পাখি বাড়িতে এক নজর পাখি দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছে। সবুজ গাছপালায় ঘেরা ভুটান সরকারের বাড়ির গাছে, ডালে ও জঙ্গলে পাখি। সবুজ গাছ যেন ছেয়ে আছে কালো, সাদা আর নানা রঙের পাখি দিয়ে। আর এই পাখিগুলো দেখতে ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ।
বগুড়া শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে যমুনা নদীর পাড়ে গড়ে উঠেছে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন। ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের ভুটান সরকারের বাড়িতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার পাখি। ভুটান সরকারের বাড়িটি বেশ পুরাতন ও বড়। বিভিন্ন বয়স্ক গাছপালায় সবুজ হয়ে উঠেছে। সবুজ হয়ে ওঠা এ বাড়ির বিভিন্ন গাছে আশ্রয় নিয়েছে সহ