বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ডুবে যাওয়া ওই লঞ্চটি শনাক্তের পর তল্লাশি চালিয়ে এই মরদেহগুলো উদ্ধার করেন ডুবুরিরা।
মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ডা. কাজী সাইফুজ্জামান। তিনি বলেন, লঞ্চটিতে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সুখদেব মন্ডল (২৫), রাবেয়া খাতুন (৫০), মোজাম্মেল মোল্লা (৬০), রুপা বেগম (২৫), সাগর মীর (৩০)।
এছাড়া এই রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় আরো ২৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে নিখোঁজের সংখ্যা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ আবার এ সংখ্যা অর্ধশতাধিক বলেও দাবি করছেন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের ২০০ গজ দূরে ওই লঞ্চটিকে শনাক্ত করা হয়েছে। ডুবে যাওয়া ওই লঞ্চের মধ্যে আরো মরদেহ আটকে আছে কিনা তা দেখতে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম