রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়ায় বাল্যবিয়েতে সাহায্য করার দায়ে কালু শেখ (৬০) নামের এক ব্যক্তিকে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কালু শেখ অপরাধ স্বীকার করায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন তালুকদার এ নির্দেশ দেন।
মঙ্গলবার সন্ধ্যায় দাঁতভাঙ্গা ইউনিয়নের ধনতোলা গ্রামে হামিদ আলীর ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে শফিকুল ইসলাম নিরাশার সাথে একই গ্রামের জমিয়াল হকের মেয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী জবা খাতুনের বিয়ের আয়োজন করা হয়। খবর শুনে বর-কনে দুই পক্ষের বাড়িতেই তালা লাগিয়ে দেয় প্রশাসন।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা