পঞ্চগড়ের ভোলাপাড়া গ্রামের রবিউল ইসলাম হত্যার আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। হাফিজাবাদ ইউনিয়নবাসীর আয়োজনে শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে ঢাকা পঞ্চগড় মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে হাফিজাবাদ ইউনিয়নের বিভিন্ন স্তরের সহস্রাধিক মানুষ অংশ নেয়। এসময় রবিউল ইসলামের পরিবারের লোকজন ছাড়াও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের আজিজুল হকের ছেলে সোহাগের ছুরিকাঘাতে গুরুতর আহত হন রবিউল ইসলাম। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৬ সেপ্টেম্বর মারা যায় রবিউল। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল