চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৬) মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ট্রেনটি পৌর এলাকার রহুলবাঁধ মোড় নামক স্থানে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। যুবকটি দৌড়ে রাস্তা পাড় হবার চেষ্টা করলে সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
বিডি প্রতিদিন/হিমেল