খাগড়াছড়ির মানিকছড়িতে দূর্বৃত্তদের হামলার শিকার আমেরিকান প্রবাসী আবু মো: হোসেন আলী (৬০)। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে মানিকছড়ির ভোলাইয়া পাড়া গ্রামে প্রাইভেট কারে করে নিজ বাগান দেখতে গিয়ে তিনি ছোট বোন শিউলি ও গাড়ির চবালক এরশাদসহ দুর্বৃত্তদের এই হামলার শিকার হয়।
মানিকছড়ি থানার ওসি রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'আগে থেকেই উৎপেতে থাকা দূর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। পুলিশ প্রাইভেট কারটি উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করে। আমেরিকান প্রবসী আবু মো: হোসেন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম প্রেরণ করা হয়'।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর