সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার আইনজীবীর মাধ্যমে সয়দাবাদে ট্রেনে আগুন ও ভাংচুর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার ধানগড়া ইউনিয়নের ধানগড়া গ্রামের এলাহি বক্স সরকারের ছেলে।
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিকেলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন