পুর্ণভবা নদী থেকে মোঃ দোলন (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দিনাজপুরের বিরল পুলিশ। মৃত মোঃ দোলন দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকার মোঃ নঈম উদ্দিনের ছেলে। বুধবার সকাল ১১টার দিকে পুর্ণভবা নদীর উপর রেল ব্রীজের নিচ থেকে উদ্ধার করা হয়।
নিহতের ভাই মুন্না সাংবাদিকদের জানায়, 'গত মঙ্গলবার রেল ব্রীজের পাশে মাদকসেবন করতো কয়েক যুবক। এ সময় ৩ যুবক পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাপিয়ে পড়ে। ২ যুবক সাতার কেটে নদী পার হয়ে চলে যায়। দোলন সাতার না জানায় পানিতে ডুবে যায়। বুধবার সকালে লাশ রেল ব্রীজের নীচে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে'।
বিরল থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত জানায়,' গত মঙ্গলবার রেল ব্রীজের পার্শে কোন পুলিশ অভিযান চালায়নি এবং সেখান থেকে কাউকে আটক করা হয়নি'।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর