নড়াইলের লোহাগড়ায় জিয়াউর রহমান (৩৩) নামে এক যুবককে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে জিয়াউরের মৃত্যু হয়।
জিয়াউর লোহাগড়া উপজেলার শিয়েরবর গ্রামের মৃত হাসেম মোল্ল্যার ছেলে।
এলাকাবাসী জানায়, রবিবার রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে চরের ওত পেতে থাকা প্রতিপক্ষের ১০-১২ জন তার হাত পায়ের রগ কেটে দেয়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জিয়াউরকে পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়াউর।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা