ফরিদপুর শহরের উত্তর আলিপুর এলাকায় আবুল বাসার (৬৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি কৃষিকাজ ও কবিরাজী ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুখোশ পড়া ৫/৬ জনের একটি দল বাসায় ঢুকে অস্ত্রের মুখে আবুল বাসারের স্ত্রী, সন্তানদের জিম্মি করে পাশের রুমে আটকে রাখে। পরে দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে আবুল বাসারকে গলা কেটে হত্যা করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়ার সময় বাইরে থেকে ঘরে তালা মেরে রেখে যায়। দুবৃর্ত্তরা চলে যাবার পর বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। হত্যাকান্ডের খবর পেয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন আহমদ ঘটনাস্থলে যান।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনার রহস্য উৎঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার