আজ সেমাবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনার সাংবাদিক সমাজ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মহিলা লীগের সম্মেলনে সাংবাদিক আহতের ঘটনার প্রতিবাদে মোক্তারপাড়া পৌরসভার মোড়ে জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
নেত্রকোনায় সাংবাদিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সমাজের নেতারা দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান। মানববন্ধন চলাকালে সিভিল এবং পোশাকধারী পুলিশের সদস্যরা সাংবাদিকদের নিরাপত্তায় চারদিকে ঘিরে রাখেন। এ সময় বক্তব্য রাখেন আহত সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, লাইমুন হোসেন ভূইয়া, একে এম আব্দুল্লাহ ও আলপনা বেগম প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার পাবলিক হল মিলনায়তনে জেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুইপক্ষের হাতাহাতি ভাংচুর-সংঘর্ষের সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে সিনিয়র সাংবাদিক ইত্তেফাক প্রতিনিধি শ্যামলেন্দু পাল ও প্রথম আলোর পল্লব চক্রবর্তীসহ বেশ কয়েকজন আহত হন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার