বাগেরহাটের শরণখোলায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও নিজস্ব প্রশ্নপত্র প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোচিং বাণিজ্য বন্ধসহ সন্ত্রাস ও জঙ্গিবাবিরোধী আলোচনা হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডিএন কারিগরি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সুলতান আহমেদ, মাদরাসার প্রধানদের মধ্যে যথাক্রমে মাওলানা আ. ছালাম, মাওলানা সালেহ আহম্মদ, মাওলানা আ. জলিল, মাওলানা মোশারেফ হোসেন এবং ফারুক আহমেদ বিএসসি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার