রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে জাহানারা বিবি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোঠা গ্রামে এ ঘটনা ঘটে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোঠা গ্রামের মৃত কলিম উদ্দিনের স্ত্রী জাহানারা বিবি দুপুরে মাঠে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ