ঝিনাইদহের ডাকবাংলা বাজারের ত্রিমুহনিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অবৈধ স্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শরীফ হোসেন (৪) চুয়াডাঙ্গা উপজেলার মামুদজুমা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাব-ইন্সেপেক্টর এসআই খায়রুজ্জামান জানান, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে ডাক্তার দেখানোর জন্য মায়ের সাথে শিশুটি আসে। এ সময় ডাকবাংলা বাজারের ত্রিমুহনিতে শিশুটি মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। দ্রুতগামী অবৈধ স্যালো ইঞ্জিনচালিত আলমসাধু শিশু শরীফকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ আফরোজ