রাজশাহীর বাগমারায় পুলিশ পরিদর্শককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী আলমগীর সরকার।
বৃহস্পতিবার দুপুরে গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সরকার মনোনয়নপত্র জমা দেন। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দলীয় নেতাদের সঙ্গে মনোনয়নপত্র জমা দেন।
একজন প্রার্থীর পক্ষে পুলিশ কর্মকর্তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অন্য প্রার্থীরা। একাধিক প্রার্থী জানিয়েছেন, ওই পুলিশ কর্মকর্তা একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচনের ফলাফল নিয়ে তারা শঙ্কিত।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেওয়ার স্থানে দায়িত্ব পালন করছিলেন। কোনো প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দিলে ঠিক করেননি।
তবে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এনিয়ে কথা বলতে চাননি।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন