ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর মাইনুল ইসলাম নামে (১২) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাইনুল ওই গ্রামের ফখরুল ইসলামের ছেলে ও জিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয় ওই ছাত্র। পরে বুধবার বিকেলে তার লাশ বাড়ির পাশের একটি খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার