দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দিনাজপুরের এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও হেড টেলর মোছা. হুমায়রা খানমকে ৫ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিশেষ জর্জ মো. রেজাউল করিম সরকার। আজ বিকালে সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ কারাদণ্ডাদেশ প্রদান করেন তিনি।
দুদকের পক্ষে নিয়োজিত পিপি এ্যাডভোকেট এ.এইচ. এম. শোয়েব জানান, এ মামলার একমাত্র আসামি মোছা. হুমায়রা খানম এবি ব্যাংক দিনাজপুর শাখায় কর্মকালীন সময়ে এসিআই কোম্পানির দুটি একাউন্ট থেকে বিভিন্ন তারিখে সর্বমোট ২৮,৮৭,১০০/- টাকা আত্মসাৎ করেন। ব্যাংক ম্যানেজার সাদিক খান মজলিস বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি দুদক সিডিউল ভুক্ত হওয়ায় কোতয়ালী থানা পুলিশ দুদক অফিস দিনাজপুরে মামলাটি প্রেরণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার